প্রকাশিত: Wed, Dec 28, 2022 3:57 PM
আপডেট: Tue, Apr 29, 2025 2:23 AM

বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন

শুক্রবার বিজয়নগর থেকে ১২ দলীয় জোটের গণমিছিল

খালিদ আহমেদ: আগামী ৩০ ডিসেম্বর বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণমিছিলে অংশ নেবে ১২ দলীয় জোট। বুধবার এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানান বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

তিনি বলেন, অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল সফল করার লক্ষে ১২ দলীয় জোটের এই প্রতিনিধি সভা গুলশান অফিসে জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির চেয়ারম্যান কারী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) মহা সচিব শেখ জুলফিকার বুলবুল,বাংলাদেশ জাতীয় দলের মহা সচিব রফিকুল ইসলাম ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান।

সভায় বক্তারা বিএনপির মহাসচিবসহ নেতৃবৃন্দের বারবার জামিন নামঞ্জুর করায় গভীর উৎকন্ঠা প্রকার করে অবিলম্বে নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব